ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা

সৌদি নেতৃত্বাধীন বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় হুতি মিলিশিয়া বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সেনা ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে। শনিবার সকালে এ হামলা চালানো হয়। হুতি বাহিনী ও বাসিন্দারা এ খবর জানিয়েছে।
হুতি পরিচালিত আল মাসিরাহ টিভির খবরে বলা হয়েছে, সানার পূর্বাঞ্চলের সোয়ানে ভোরে চালানো এ হামলায় মিলিটারি ইঞ্জিনিয়ারিং ইউনিট ধ্বংস হয়ে গেছে।
তবে এ হামলায় বেসামরিক নাগরিকের হতাহতের কোন খবর পাওয়া যায়নি। চলতি সপ্তাহের শুরু থেকে সৌদি আরব লক্ষ্য করে হুতি মিলিয়শিয়ারা একের পর এক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর এ বিমান হামলা চালানো হলো। সকল ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জোটের বিবৃতিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদির সমর্থনে ২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট কাজ করে যাচ্ছে।