ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় শিশুসহ অন্তত নয় জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
সোমবার (২৬ জুন) রাজধানী সানা'র নিকটবর্তী শহরটির বেশকিছু স্থাপনা লক্ষ্য করে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তা জানান, নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়াও হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আমরান শহরে সেনা ক্যাম্প, পুলিশ স্টেশন, পোস্ট অফিস ও টেলিকমিউনিকেশন সেন্টার লক্ষ্য করে বেশকিছু বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। ওই এলাকায় সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরজেড/