‘ইয়েমেনে হামলায় ৭ শিশু নিহত’

ইয়েমেনের তায়েজ নগরীতে গত সপ্তাহে এক হামলায় সাত শিশু নিহত হয়েছে। রোববার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইউনিসেফ আরো জানায়, নিহতদের বয়স ৪ বছর থেকে ১৪ বছরের মধ্যে। ‘শুক্রবার মাবিয়া জেলায় এক হামলায় তারা নিহত হয়।’

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে উল্লেখ করে ইউনিসেফ জানায়, ‘এনিয়ে গত ১০ দিনে তায়েজ ও সানার কাছে সহিংসতায় শিশু নিহত হওয়ার সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়ালো।’
ইয়েমেনের চার বছরের সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ফলে দেশটির দুই-তৃতীয়াংশ মানুষের ত্রাণ সহায়তার প্রয়োজন।
এ সংঘাতে দেশটির হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক।