ছড়িয়ে পরা করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সৌদি আরব নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধ বিরতি ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর হচ্ছে। সৌদি আরবের একজন সিনিয়র কর্মকর্তা একথা জানান।
কর্মকর্তা বলেন,“আমরা দুই সপ্তাহের যুদ্ধ বিরতি ঘোষণা করেছি” উল্লেখ করে তিনি বলেন, “আমরা আশা করি হুতিরা (ইয়েমেনের বিদ্রোহী) এই ঘোষণা মেনে নেবে, আমরা করোনা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছি”।
তিনি বলেন,‘আমরা গ্রীনিচ মান সময় বৃহস্পতিবার ০৯০০ টায় যুদ্ধ বিরতি শুরু করেছি। তবে ইরান সমর্থিত হুতিদের তাতক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।