সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শনিবার (৯ জুন) রাতে সৌদি আরবের জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালালে এ ঘটনা ঘটে।
সম্প্রতি হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন লক্ষ্যস্থলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে খুব বেশি হতাহতের ঘটনা না ঘটলেও ইরান হুতিদের অস্ত্র সরবরাহ করছে মর্মে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের অভিযোগ আরও জোরদার হয়েছে।
আরজেড/