ইয়েমেন উপকূলে নৌকা ডুবে ৪৬ ইথিওপিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মৃ্ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম।
আইওএম জানায়, ১০০ যাত্রী নিয়ে সোমালিয়ার বোসাসো বন্দর ছেড়ে আসার পরপরই, এডেন উপসাগরে সেটি ডুবে যায়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১৬ জন। নিহতদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী।
কাজের খোঁজে ওই ইথিওপিয়ান নাগরিকেরা অবৈধভাবে ইয়েমেনে আসছিলো। জাতিসংঘের তথ্যমতে, প্রতি মাসে আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত ৭ হাজার নাগরিক ইয়েমেন ও প্রতিবেশী আরব দেশগুলোতে পাড়ি জমায়। এরপর তুরস্ক অথবা লিবিয়া হয়ে ইউরোপ যেতে আবারো অবৈধ পথে পাড়ি জমায় তারা।
আরজেড/