সৌদি আরব বুধবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে ক্ষেপণাস্ত্রটির ভগ্নাংশের আঘাতে ইয়েমেনের এক নাগরিক নিহত ও অপর ১১ জন আহত হয়েছে। জঙ্গিদের সাথে যুদ্ধরত রিয়াদের নেতৃত্বে গঠিত জোট একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত জোটের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আমরান প্রদেশ থেকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান নগরী লক্ষ্যকরে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।
জোটের পক্ষ থেকে আরও বলা হয়, নগরীর আবাসিক এলাকা লক্ষ্যকরে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হলে এর ভগ্নাংশের আঘাতে ইয়েমেনের এক নাগরিক নিহত ও অপর ১১ জন আহত হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্যকরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি আরব এগুলো আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়।
জোট জানায়, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্যকরে ১৬৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আজকের বাজার/একেএ