সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী রোববার ইয়েমেন সরকারের জন্যে ‘সরাসরি হুমকি’ তৈরি করেছে এমন স্থানে হামলা চালিয়েছে। দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীরা দ্বিতীয় বৃহত্তম নগরী এডেনের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের দাবি জানানোর পর এ হামলা চালানো হল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জোট বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেটি ইয়েমেনের বৈধ সরকারের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে।
বিবৃতিতে এডেনের দখলকৃত এলাকা থেকে সরে যাওয়ার জন্য দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের প্রতি আহ্বান জানানো হয়। তা না হলে তাদের ওপর আবারো হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে।