ভারতে এক অভিনব নির্দেশ জারি করেছে বিজেপি-শাসিত সরকার। এখন থেকে দেশটির মধ্যপ্রদেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিতি জানান দিতে ‘ইয়েস স্যার’ এর পরিবর্তে ‘জয় হিন্দ’ বলবে।
এখন থেকে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিতি জানান দিতে ‘ইয়েস স্যার’ বা ‘ইয়েস ম্যাডাম’ বলতে পারবে না। তাদের বলতে হবে ‘জয় হিন্দ’। চলতি শিক্ষাবর্ষ থেকেই এ নির্দেশ কার্যকর হয়েছে রাজ্যের সব সরকারি বিদ্যালয়ে। শিগগিরই বেসরকারি বিদ্যালয়েও কার্যকর করা হবে এ নির্দেশ।
মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিজয় শাহ বলেছেন, শিশুদের মধ্যে দেশপ্রেম জাগাতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
আজকের বাজার/একেএ