ই-কমার্সের হাত ধরে পণ্য সরবারহ করে চলতি অর্থবছরে ১০ কোটি টাকা মুনাফার লক্ষ্যমাত্রা নিয়েছে পশ্চিমবঙ্গের ডাক বিভাগ।
সম্প্রতি বর্ধমানে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ এ তথ্য জানান।
গত বছরের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৩৮% বেশি পণ্য সরবরাহ করে চার কোটি টাকা মুনাফা করেছে ডাক বিভাগ।
অরুন্ধতী ঘোষ বলেন, “ক্রেতার কাছে পণ্য পৌঁছতে বিভিন্ন সংস্থা ডাক বিভাগকে বেছে নিয়েছে। সঠিক পরিষেবা দিয়ে সেই পার্সেল পৌঁছে দিচ্ছি।”
ভর্তুকি দিয়ে পোস্ট কার্ড ও খাম বিক্রি করে ডাক বিভাগের লাভ না হলেও কিন্তু এর ঠিক উল্টো ঘটনা ঘটছে পার্সেল সার্ভিসের ক্ষেত্রে।
সূত্র : আনন্দবাজার
আজকের বাজার : এমএম / ৩০ অক্টোবর ২০১৭