২০১৮-১৯ অর্থবছরে বাজেট প্রস্তাবনায় অনলাইন ব্যবসা অর্থাৎ ই-কমার্স ব্যবসার উপর ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থনীতি আবুল মাল আবদুল মুহিত। পাশাপাশি সুপার শপের উপর যে ৪ শতাংশ ভ্যাট ছিলো তা বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে এই প্রস্তাব করেন তিনি।
এই প্রস্তাবনার কারণে সব পণ্যের দাম বাড়তে পারে আগামী অর্থ বছরে। এছাড়া সব ধরনের তামাকজাত পণ্য ও সিগারেটের দাম বাড়তে পারে আগামী অর্থবছরে।
পাশাপাশি ই-কমার্স ব্যবসা ও ইন্টারনেট ব্যবসার সেবার দাম বাড়ার আশঙ্কা রয়েছে। শুল্ক ছাড়ের তালিকায় রয়েছে এনার্জি সেভিং লাইট, শিশু খাদ্য সহ স্থানীয় পর্যায়ে তৈরি ইলেকট্রনিক্স সামগ্রী।
রাসেল/