আগামী ৮ মে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বুধবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে।
এরই মধ্যে ই কার্ডের মাধ্যমে দাওয়াত কার্ড পাঠানো হয়েছে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং অন্যান্যদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৮ মে মুম্বাইয়ের ব্যান্দ্রায় বিয়ের অনুষ্ঠান হলেও ৭ মে শুরু হচ্ছে সোনমের মেহেন্দির অনুষ্ঠান। এজন্য মুম্বাইয়ের ব্যান্দ্রা-কুরলা কমপ্লেক্সের হোটেলে জমকালো একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে ভারতীয় সংস্কৃতি অনুযায়ী আগত অতিথিদের সাদা রঙের পোশাক পড়ার আহবান জানানো হয়েছে।
জানা যায়, শিখ নিয়ম অনুসারে ৮ মে সকালে সোনমের বিয়ে অনুষ্ঠিত হবে। আর সন্ধ্যায় মুম্বাইয়ের দ্য লীলা-তে হবে সোনাম-আনন্দের রিসেপশন পার্টি। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের অনেক তারকা।
আজকের বাজার/একেএ/