ইকুয়েটোরিয়াল গিনি এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত সেনা ক্যাম্পে দুর্ঘটনাবশতঃ ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা দ্রুত বেড়ে সোমবার ৯৮ জনে দাঁড়িয়েছে। এদিকে ওই বিস্ফোরণের ঘটনায় ৬১৫ জন আহত হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট একথা বলেছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, রোববারের এ বিস্ফোরণে ওই কম্পাউন্ডের বিভিন্ন ভবন এবং পার্শ্ববর্তী আবাসিক এলাকার অগণিত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। দেশটির বাণিজ্যিক কেন্দ্র বাটার ওই সেনা ক্যাম্পে গোলাবারুদ ও বিস্ফোরক মজুত ছিল।
ভাইস প্রেসিডেন্ট তিওদোরো নগুয়েমা অবিয়াং ম্যানগুয়ি তার টুইটার একাউন্টে লিখেছেন, এ ভয়াবহ বিস্ফোরণে ‘৯৮ জন নিহত ও ৬১৫ জন আহত হওয়ায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’