আরটিজিএসের মাধ্যমে ই-পেমেন্ট বিষয়ে এক কর্মশালার আয়োজন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড। শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন। প্রশিক্ষণে আরটিজিএস সিস্টেমের মাধ্যমে শুল্ক-কর, সরকারি ফি, চার্জ ইত্যাদি পরিশোধের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কর্মশালায় ব্যাংকের ব্যাংকিং অপারেন্স বিভাগের প্রধান মোঃ আবু বায়জিদ সেখ, বাংলাদেশ ব্যাংকের যুগ্নপরিচালক মোঃ শাহিনুল আলম প্রমুখ বক্তারা উপস্থিত ছিলেন।