প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনের ক্ষেত্রে অনলাইনে ৯ ডিজিটের ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (ই-বিআইএন) স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ১৯৯১ সালের ভ্যাট আইন অনুযায়ী সনাতনী পদ্ধতিতে ১১ ডিজিটের বিআইএন (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) নিবন্ধন ব্যবস্থা চালু থাকবে।
৯ জুলাই রোববার এনবিআরের ২০১৭-১৮ অর্থবছরের ভ্যাট আদায় কৌশল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এনবিআর সূত্র এ তথ্য জানিয়েছে।
নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে ১ জুলাই থেকে সনাতনী পদ্ধতির বিআইএন এর মাধ্যমে কোন ব্যবসায়িক কার্যক্রম চালানো যাবে না বলে ঘোষণা দেয় এনবিআর। ২৮ জুন প্রধানমন্ত্রী সংসদে নতুন ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত করেন। পরে ২৯ জুন এনবিআর ঘোষণা করে ব্যবসায়িক কার্যক্রমক্রম পরিচালনার ক্ষেত্রে বিআইএন, ই-বিআইএন দুটোই চলবে।
প্রায় ১২ দিন পর ৯ জুলাই এনবিআর ই-বিআইএন স্থগিত ঘোষণা করে। এর মধ্য দিয়ে ভ্যাট অনলাইনের সর্বশেষ কার্যক্রম প্রায় স্থগিতই করে দিয়েছে এনবিআর। তবে প্রকল্প চলমান রয়েছে। সভায় নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ আওতায় গত ২৩ মার্চ থেকে অনলাইনে ই-বিআইএন ইস্যু করার যে কার্যক্রম নেয়া হয়েছে তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এখন থেকে সকল করদাতা ১১ ডিজিটের বিআইএন ব্যবহার করবে। তবে ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠান ১১ ডিজিটের বিআইএন পুনর্নিবন্ধন করে ৯ ডিজিটের নিবন্ধন নিয়েছে তাদের পুনরায় নিবন্ধন নিতে হবে না।
যেসব নতুন প্রতিষ্ঠান অনলাইনে ৯ ডিজিটের ই-বিআইএন নিয়েছে, তাদের সনাতনী পদ্ধতিতে আবার বিভাগীয় ভ্যাট দপ্তর থেকে ১১ ডিজিটের বিআইএন নিবন্ধন নিতে হবে। সভায় আরো বলা হয়, মাঠ পর্যায়ের বিভাগীয় দপ্তরসমূহ নতুন নিবন্ধন ইস্যুর ক্ষেত্রে ১৯৯১ সালের ভ্যাট আইন/বিধির আলোকে আগের ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করবে।
ভ্যাট অনলাইন প্রকল্প বিদ্যমান রেজিস্ট্রেশন মডিউলটি ১৯৯১ এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় কাস্টমাইজ করবে এবং রেজিস্ট্রেশন কার্যক্রম আধুনিকায়ন করার জন্য ১৯৯১ এর ভ্যাট বিধিতে এ সংক্রান্ত ফরম ও বিধানের প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিবে।
সরকারের অনুমতি প্রাপ্তির পর সংশোধিত বিধি অনুযায়ী রেজিস্ট্রেশন মডিউলটি সম্পূর্ণভাবে প্রস্তুত হলে আবার অনলাইন ব্যবস্থা চালু করা হবে। এনবিআর এ বিষয়ে ২-১ দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
এনবিআরের হিসাব অনুযায়ী, বর্তমানে ৮ লাখ ৮৪ হাজার বিআইএন নিবন্ধন রয়েছে। এর মধ্যে মাত্র ৩২ হাজার বিআইএন নিবন্ধনধারী প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে আসছে।
৫ জুলাই পর্যন্ত ৮১ হাজার ৩৪ প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিয়েছে। এরমধ্যে প্রায় ৫০ হাজার প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে। এরমধ্যে ১ হাজার ৪৫৮টি টার্নওভার করের আওতাধীন প্রতিষ্ঠান।
সভায় শুল্ক-ভ্যাট অনুবিভাগের সদস্য ও দেশের সকল ভ্যাট কমিশনাররা উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১০ জুলাই ২০১৭