ঈদকে কেন্দ্র করে মহাসড়কে চাঁদাবাজি সহ্য করা হবে না: কাদের

আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে চাঁদাবাজি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিযেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবাব (২২ মে)  মেঘনা সেতুর গজারিয়ায় যানজট বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ঈদের আগের এবং পরের চারদিন ফিলিং স্টেশন চব্বিশ ঘণ্টা খোলা রাখা হবে বলেও জানান মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, ‘৮ জুন পর্যন্ত সময় দিয়েছি। এরমধ্যে রাস্তা মেরামতের প্রশ্নে কোনো প্রকার উদাসীনতা সহ্য করা হবে না।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রী হোক, এমপি হোক যার গাড়িই হোক, রাস্তার উল্টো পথে চলতে দেয়া যাবে না।’

আরজেড/