ঈদকে সামনে রেখে বাংলা সঙ্গীতের বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার কাজী শুভ’র কন্ঠে আসছে ‘খাঁটি মানুষ’ শিরোনামে একটি ব্যাতিক্রমী গান।
এ গানের কথা লিখেছেন রোখসানা ভুইঞা, সুর করেছেন অভি আকাশ, সঙ্গীত আয়োজনে ছিলেন মহিদুল হাসান মন।
‘খাঁটি মানুষ’ গানটি নিয়ে খুবই আশাবাদী সঙ্গীত শিল্পী ও সুরকার কাজী শুভ।
তিনি বলেন, ‘মিষ্টি সুরের একটি গান। শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস। প্রায় প্রতিদিনই কোনো না কোনো গানে কণ্ঠ দিচ্ছি। তবে সব গান মন থেকে ভালো লাগে তা কিন্তু নয়! সম্প্রতি যে কয়টি গান ভালো লেগেছে তার মধ্যে ‘খাঁটি মানুষ’ অন্যতম।
সুরকার অভি আকাশ বলেন, ‘একটি গানের প্রাণ সুন্দর কথা আর সুর। আমি সর্বত্মক চেষ্টা করেছি। ”খাঁটি মানুষ’ গানটি প্রকাশ হবে আর’বি মিউজিকের ব্যানারে। আমরা আমাদের যায়গা থেকে সর্বত্মক চেষ্টাটাই করেছি। এখন বাকিটা শ্রোতাদের ভালো লাগার ওপর নির্ভর করবে।
আজকের বাজার/আরআইএস