ঈদযাত্রার ট্রাফিক আপডেট জানাবে র‌্যাব

ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিত করার জন্য শনিবার থেকে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ট্রাফিক আপডেট জানাবে র‌্যাব।

শনিবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, র‌্যাবের ফেসবুক পেজে প্রতি চার ঘণ্টা অন্তর পুরো দেশের সার্বিক ট্রাফিক পরিস্থিতির আপডেট দেয়া হবে।

তিনি আরও বলেন, ফেসবুকে দেয়া সেই তথ্য দেখে যাত্রীরা মাহাসড়কের যানজট বিষয়ে জানতে পারবেন।

এছাড়া, নিরাপদ ঈদযাত্রার জন্য দুই সপ্তাহব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান র‌্যাব মহাপরিচালক।

তিনি বলেন, দেশব্যাপী অনেক বিশেষ ক্যাম্প স্থাপনের পাশাপাশি মোট ২৪৫টি টহল টিম ও ৫৬টি সংরক্ষিত টিম মোতায়েন করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনের জন্য মেঘনা সেতু ও গোমতী সেতুর উভয় পাশে বিশেষ ক্যাম্প বসানো হয়েছে।

এছাড়া, মাওয়া-পাটুরিয়া ফেরি ঘাটের উভয় প্রান্তে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। এবছর যাত্রীদের ঈদযাত্রার জন্য ছোট গাড়ি ব্যবহার করতে দেয়া হবে না, যোগ করেন বেনজীর আহমেদ।

আজকের বাজার/এমএইচ