ঈদুল আজহা সবাই মিলে উদযাপনের প্রত্যাশায় সাকিব

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে থমকে আছে এবারের ঈদুল ফিতর উদযাপন। এতে খারাপ লাগলেও, আগামী ঈদুল আজহা সকলে একত্রে আনন্দে উদযাপনের প্রত্যাশা করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন সাকিব। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে সাকিব বলেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদুল আজহা সবাই মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।’

গত মাসে দ্বিতীয় মেয়ে জন্ম নেয়ার আগেই যুক্তরাষ্ট্রে স্ত্রীর কাছে গিয়েছিলেন সাকিব।