ঈদুল আজহা ১২ আগস্ট

বাংলাদেশে মুসলিমদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে ১২ আগস্ট। শুক্রবার দেশের আকাশে হিজরি মাস জিলহজের চাঁদ দেখা গেছে।

মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ ঘোষণা দেন।

নবী হযরত ইব্রাহিমের কোরবানির আদর্শ অনুসরণ করে মুসলিমরা ১০ জিলহজ ঈদুল আজহা পালন করে থাকেন।

প্রায় চার হাজার বছর আগে এ দিনে নবী ইব্রাহিম মহান আল্লাহর নির্দেশে তার ছেলে ইসমাইলকে কোরবানি দিতে যান। কিন্তু তার আগেই আল্লাহ এ নিয়ত কবুল করে নেন এবং তার কুদরতে ইসমাইলের জায়গায় একটি দুম্বা কোরবানির জন্য পাঠিয়ে দেন। এ ঘটনা অনুসরণ করে মুসলিমরা ঈদুল আজহায় পশু কোরবানি করেন।