ঈদ যাত্রায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। ফলে এ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তাএলাকায় যানবাহন চলছে ধীরগতিতে।
গাড়ি বিকল, সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত থাকায় এবং ঘরমুখো মানুষ মহাসড়কে অবস্থান করায় এ অবস্থা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ভোগড়া এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় এ মহাসড়কে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি।
ঘরমুখো মানুষের চাপের পাশাপাশি যানবাহনের আধিক্যের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা এবং টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে যানবাহন চলছে ধীরগতিতে।
পাশাপাশি, সড়কে কার্পেটিং না থাকা এবং টানা কয়েক দিনের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারছে না। যত্রতত্র যাত্রী উঠানো-নামানো, রাস্তার পাশে গাড়ী পার্কিংয়ের কারণেও জটলা দেখা গেছে।
ইউএনবির গাজিপুর প্রতিনিধি ইকবাল সরকার জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এবং আশেপাশের এলাকায় স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে।
চন্দ্রা এলাকায় উড়াল সেতু চালু হওয়ায় কোন বাধা ছাড়াই এখান দিয়ে গাড়ি চলাচল করছে বলেও জানান তিনি।
এদিকে, যানজট নিরসনে জেলার হাইওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, কমিউনিটি পুলিশ এবং সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবক দল কাজ করছে।