করোনার কারণে ঈদের ছুটিতেও সড়কে চলাচল নেই।
যানজট আর অতি ঘনবসতির ঢাকা, এখন প্রায় ফাঁকা। করোনার কারণে এবার ঈদের ছুটিতেও সড়কে মানুষের চলাচল নেই। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না সাধারণ মানুষ। আর যাত্রী না থাকায়, উপার্জন নেই রিকশা ও সিএনজি অটোরিকশা চালকদের।
উৎসব-আনন্দ নেই বললেই চলে। তাই ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর সড়ক একেবারেই ফাঁকা। রুটি-রুজির আশায় রিকশা চালকরা নেমেছেন রাস্তায়। করোনার কারণে ঈদ আনন্দে ভাটা পড়েছে সবার মাঝে। যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের এই মানুষদের জীবনে।
বেকার বসে আছেন রাইড শেয়ার করা বাইকাররা। যাত্রী না থাকায় হতাশ তারাও। পুরো রাজধানী ঘুরেও তেমন যাত্রী পাচ্ছেন না সিএনজি অটোরিকশা চালকরা। করোনার সুযোগে যাত্রীরাও ভাড়া দিতে চায় কম।
রাস্তায় যারা বের হচ্ছেন, তাদের বেশিরভাগই হাসপাতাল কিংবা জরুরি প্রয়োজনে বেরিয়েছেন। তবে সেই সংখ্যা অনেক কম।
রাস্তায় গাড়ি না থাকায় অনেকটা অলস সময় পার করছেন পুলিশ সদস্যরাও। তবে নিয়মিত টহল দিচ্ছেন তারা।
করোনা মহামারীর কারণে এমন খাঁ খাঁ রাজধানী। দ্রুত এই মহামারী শেষে ঢাকা আবারো তার চিরচেনা রূপে ফিরবে, আশা নগরবাসীর।