সারাদেশে কোভিড-১৯ মহামারির কারণে আসন্ন ঈদুল আযহায় ছুটি না বাড়িয়ে তিন দিনই রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেইসাথে ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আসন্ন ঈদুল আযহায় ছুটি না বাড়িয়ে ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফরেন্সের মাধ্যমে সভায় অংশ নেন এবং সচিবালয় থেকে মন্ত্রিসভার অন্য সদস্যরা এ সভায় অংশ নেন।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারিতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু এবং নতুন করে ৩ হাজার ৯৯ জনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছেস্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার অধিতপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৯১ জনে।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭০৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৩১৭ জনে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।