ঈদের ছুটি শেষে কুবি খুলছে আজ

গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আজ রোববার থেকে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক কার্যক্রম।

এদিকে শিক্ষার্থীদের সুবিধার্থে ২৩ জুন থেকে খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

ইতোমধ্যেই আবাসিক হলগুলোতে চলে এসেছেন শিক্ষার্থীরা। এতে আবারও প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

উল্লেখ্য, গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ২০ মে থেকে শুরু হওয়া ছুটি শেষ হয় ২৮ জুন। ২৯ ও ৩০ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় রবিবার থেকেই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম। ২৪ জুন থেকে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম।

আরএম/