গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান ও ঈদের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শনিবার সকাল ১০টায় শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক প্রভাষক কুমার কর্মকার জানান, গত বৃহস্পতিবার ঈদের ছুটি শেষ হয়েছে। কিন্তু শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি থাকার কারণে রোববার থেকে ক্লাস শুরু হচ্ছে।
রোববার থেকে বিশ্ববিদ্যালয় পরিবহনের সকল বাস চলাচল যথারীতি শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ মে থেকে গ্রীষ্মকালীন অবকাশসহ পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হয়। গত ১১ জুন আবাসিক হলগুলো বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ এক মাসের উপরে ছুটি শেষ হয়েছে গত ২১ জুন।