পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবসের ছুটি শেষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) খুলছে আগামীকাল বোববার।
একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গত বৃহস্পতিবার ছুটি শেষ হলেও পরের দুদিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মূলত কাল রোববার থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাসগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট রুটে যাতায়াত করবে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে।
এদিকে ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও পার্শ্ববর্তী মেসগুলোতে শিক্ষার্থীরা আসতে শুরু করায় ক্যাম্পাস আবারও শিক্ষার্থীদের সমাগমে মুখর হয়ে উঠছে।
আজকের বাজার/এমএইচ