ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে ২৮ জুন বুধবার। এবার ২৩ থেকে ২৭ জুন পর্যন্ত মোট পাঁচদিন ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি চাকরীজীবীরা।
এক মাস রোজা পালন শেষে গত ২৬ জুন সারাদেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। এর আগে ২৩ ও ২৪ জুন ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি ছিল ২৫, ২৬ ও ২৭ জুন।
তবে ২৮ ও ২৯ জুন নির্বাহী আদেশে ছুটির মাধ্যমে ঈদের ছুটি ৯দিন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উদ্যোগ থাকলেও শেষ পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। ২৯ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাস হবে।
ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে দু’দিন অফিস থাকায় দূর-দূরান্তে গ্রামের বাড়ি ঈদ পালন করতে যাওয়া অনেকেই এই দু’দিন ছুটি নিয়েছেন বলে জানা গেছে। তারা আগামী ২ জুলাই থেকে অফিস করবেন।
তাই সংশ্লিষ্টরা মনে করছেন, বুধ ও বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। ছুটির আমেজ থাকবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসে। মূলত আগামী রবিবার (২ জুলাই) থেকেই পুরোদমে অফিস শুরু হবে।
আজকের বাজার: এলকে/এলকে ২৭ জুন ২০১৭