সৌদি সরকারের দেওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল রোববার। এই ক্ষমার অধীনে ১২ হাজার বাংলাদেশি এক্সিট পাস নিয়েছে। যারা কোনো ধরনের শাস্তি ছাড়ায় দেশে ফেরার অপেক্ষায় রয়েছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসে নতুন ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৫ জুন পর্যন্ত অর্থাৎ ঈদুল ফিতরের আগ পর্যন্ত অবৈধ অভিবাসীরা এক্সিট পাস নিতে পারবে। এরপর তারা গ্রেস পিরিয়ড হিসেবে একটা সময় পাবে। ওই সময়ের মধ্যে তারা বাড়ি ফেরার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবে।
কাগজপত্র সংগ্রহ করার দুই মাসের মধ্যে তারা দেশে ফিরতে পারবে।
তিনি আরও বলেন, যারা গ্রেস পিরিয়ডে কাগজপত্র সংগ্রহ করবে না, সৌদি সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
নিয়ম অনুযায়ী, অবৈধ অভিবাসীরা নির্দিষ্ট সময়ের মধ্যে এক্সিট পাস সংগ্রহ করতে না পারলে, তাদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়েল জরিমানা গুণতে হবে। সেইসঙ্গে তাদের ২ বছর পর্যন্ত জেল হতে পারে।
তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশটি গত ২৯ মার্চ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। অবৈধ প্রবেশ বা অনুমতি ছাড়াই সৌদিতে কাজ করছে এমন অপরাধীরা এই সাধারণ ক্ষমা পাবে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সিলর সারওয়ার আলম বলেন, ২৫ জুনের পর সাধারণ ক্ষমার অধীনে আরও কেউ এক্সিট ভিসা পাবে না।
সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, ৩ মাসের সাধারণ ক্ষমার অধীনে গত সপ্তাহে ৪ লাখেরও বেশি বিদেশি চূড়ান্তভাবে সৌদি ছাড়ার প্রক্রিয়া শেষ করেছে।
আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুন ২০১৭