পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
রোববার বিকেলে নগর ভবনে আয়োজিত ৫৫টি সেবা সংস্থার সমন্বয়ে অনুষ্ঠিত ঈদ জামাতের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদের প্রধান জামাত চাঁদ দেখা সাপেক্ষে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি স্বাভাবিক পরিবেশের ব্যঘাত ঘটে তাহলে ওই জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ঈদের জামাতে আগত মুসল্লিদের সেবাদানে সিটি কর্পোরেশনের সেবাদানকারী সংস্থাসমূহ নিয়োজিত থাকবে। দ্রুত সময়ে সব ধরনের প্রস্তুতি শেষ করতে তিনি সংস্থাগুলোকে নির্দেশ দেন।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, জাতীয় ঈদগাহে পাঁচ থেকে ছয় হাজার মহিলা মুসল্লিসহ প্রায় ৮৫ হাজার মুসল্লির নামাজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আবহাওয়া অনুকূলে থাকলে ময়দানের বাইরের রাস্তায় ও মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা হবে।
সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পুলিশ, গণপূর্ত অধিদফতর, ঢাকা ওয়াসা, র্যাবসহ সেবাদানকারী সংস্থাসমূহের প্রতিনিধিরা।
আজকের বাজার/এমএইচ