আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি স্থগিত করেছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর জেরে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মাঝে আজ এই সিদ্ধান্ত জানিয়েছে সংগঠনটি।
রোববার (৫ আগস্ট) সকাল থেকেই দূরপাল্লার বাসগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরুর কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ বলেন, আজ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির দিন ঠিক করা ছিল। অনেকে আমাদের কাউন্টারে টিকিটের জন্য এসেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে টিকিট বিক্রি আপাতত বন্ধ রাখা হয়েছে।
রমেশ চন্দ্র ঘোষ আরও বলেন, বর্তমান বাস চলাচল বন্ধ থাকায় বাসের সিডিউল ঠিক নেই। বাস চালু হওয়ার পর সিডিউল ঠিক করে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। পরিস্থিতি আগামীকাল ভালো হলে কালকেই অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে।
আজকের বাজার/এমএইচ