করোনাভাইরাস ইস্যুতে ঈদের চারদিন আগে থেকে যানবাহন চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ছুটি ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত বাড়বে। যানবাহন চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের ৪দিন আগে, ঈদের দিন ও ঈদের পর ২ দিনসহ মোট ৭ দিন কোনো যানবাহন চলবে না। শুধুমাত্র জরুরি সার্ভিস চলাচল করবে।
এ বিষয়ে আজ অথবা আগামীকাল প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান ফরহাদ হোসেন।