কোরবানির ঈদ মানেই গরু, ছাগল, ভেড়া, উট ইত্যাদি। যদিও এই প্রাণীগুলোর সাথে ঈদের সম্পর্ক হচ্ছে মাংস খাওয়া। তবে যেহেতু কোরবানির ঈদ প্রাণীর সাথে সম্পর্ক, তাই আপনার ফ্যাশন কেনো পিছিয়ে থাকবে। আসুন এবার ঈদে আপনার সোনামণির নখগুলো সাজিয়ে দেই অ্যানিমেল আর্ট দিয়ে।
তাছাড়া কিছুদিন আগেও নেইল আর্টের সাথে অনেকেই পরিচিত ছিলেন না। কিন্তু বর্তমানে এই নেইল আর্টের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে।
এখন আর কেউই সোজা-শাপটা এক রঙের নেলপলিশে নখ রাঙাতে পছন্দ করেন না।নখে কিছু কারুকাজ না করা থাকলে যেনো নখের সৌন্দর্যই প্রকাশ পায় না।আর সে কারণেই অনেকে পার্লারে ছুটে যান বিভিন্ন ধরণের নেইল আর্ট করতে।
কিন্তু পার্লারে গিয়ে এতো টাকা খরচ করে নেইল আর্ট করার প্রয়োজন নেই একেবারেই।বরং পার্লারে যাওয়ার সময়টুকু ব্যয় করে ঘরেই নিজের নখ নিজের মতো করে রাঙিয়ে নিতে পারেন খুব সহজেই।
আর আপনার এই কাজটিকে সহজ করে দেয়ার জন্য আজ নিয়ে এলাম সুন্দর কিছু অ্যানিমেল নেইল আর্ট। এগুলো করার খুবই সহজ।লুন তাহলে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক অ্যানিমেল আর্টের কিছু ছবি।
শুধু সোনামণি নয় এবার ঈদে আপনিও চাইলে আপনার নখগুলো সাজিয়ে নিতে অ্যানিমেল আর্ট দিয়ে।
আজকের বাজার/এএল