আসন্ন ঈদ-উল আযহা কেন্দ্র করে নির্মাণ করা হচ্ছে নাটক 'গরু ছাগল মোটা তাজাকরণ অস্থায়ী বুথ'। ইতিমধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। চলছে এডিটিং ও মিউজিকের কাজ। সামনের ঈদ-উল-আযহায় একটি বেসরকারি টেলিভশন চ্যানেলে নাটকটি দেখানো হবে।
এম.ডি.রাজিব হাসান এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলফাজ উদ্দিন ও এম.ডি.রাজিব হাসান। এতে প্রধান সহকারী পরিচালক হিসেবে রয়েছেন, এম আর মিলন চিশতি।
ভিন্নধর্মী এ নাটকে অভিনয় করেছেন, ফারুক আহমেদ, নওশাবা, আহাসানুল হক মিনু, সোহেল খান, পাপিয়া প্রমুখ।
আজকের বাজার: আরআর/ ১০ আগস্ট ২০১৭