ঈদে রনস্ মিউজিকের ব্যানারে প্রকাশ হতে যাচ্ছে ‘সুন্দরী’ শিরোনামের একটি গান। এই গানে আসিফের সঙ্গে জুটি বাঁধলেন তানহা তাসনিয়া
‘সুন্দরী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী আকাশ সেন ও চ্যানেল আই সেরা কণ্ঠের ইতি। খন্দকার রাজুর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত। ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব ও সিনেমাটোগ্রাফিতে ছিলেন ফরহাদ।
আসিফ ইমরোজ বলেন, ‘প্রচন্ড গরমে এই গানটিতে কাজ করেছি। গানটি বেশ মজার। তানহার সাথে আমার রসায়নটাও বেশ ভালো। আশা করি দর্শকরা উপভোগ করবেন।’
ভিডিওটি নিয়ে তানহা তাসনিয়া বলেন, ‘আমি মিউজিক ভিডিওতে কাজ করি না। এটাই প্রথম। আকাশ সেনের গান আর রোজের সাথে আমার রসায়নও ভালো তাই কাজটি করতে রাজি হয়েছি। তীব্র গরমে কাজ করতে অনেক কষ্ট হয়েছে তারপরও ভালো একটি কাজের প্রত্যাশায় এটি করলাম।’
ভিডিও নির্মাতা হুদা বলেন, ‘বরাবরের মত বলতে চাই যে কোনো কাজ সময় নিয়ে ও সুন্দর পরিকল্পনা মত করা গেল কাজটা অনেক ভালো হয়। আমিও তাই চেষ্টা করেছি।’ ঈদের আগের দিন রাতে রনস্ মিউজিক এর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।
সম্প্রিতি, ‘ভোলা তো যায় না তারে’, ‘ভালো থেকো’ এই সিনেমা দুটিতে অভিনয় করে নায়িকা হিসেবে পরিচিতি পান তানহা তাসনিয়া। অন্যেদিকে ‘দবির সাহেবের সংসার’ সিনেমায় অভিনয় করে নায়ক হিসেবের পরিচিত হন আসিফ ইমরোজ। ‘ভালো থেকো’ সিনেমাটিতেও আসিফ অভিনয় করেছিলেন। এখানে তানহার নায়ক ছিলেন আরিফিন শুভ।
আজকের বাজার/আরআইএস