ইমরানের নতুন গান ‘ইশশ’-এর মডেল হলেন কলকাতার সুপরিচিত নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। যিনি বাংলাদেশেও পরিচিত।
গেল ৭ ও ৯ মে কলকাতার বিভিন্ন লোকেশনে ইমরান-কৌশানীর এই গানের শুটিং হয়েছে।
শুটিং শেষে ঢাকায় ফিরে গায়ক ইমরান বলেন, কৌশানী পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকাদের একজন। এই প্রথমবার তার সাথে কাজ করলাম। দুর্দান্ত হয়েছে কাজটি। আশা করছি দর্শক গান, ভিডিও ও আমাদের জুটিকে পছন্দ করবেন।
‘ইশশ’ গানের কথা লিখেছিলেন স্নেহাশীষ ঘোষ। সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। এই গানের ভিডিও নির্মাণ করেছেন কলকাতার টিভিওয়ালা মিডিয়া। গানটি প্রযোজনা করেছে বাংলাদেশের ধ্রুব মিউজক স্টেশন। জানা গেছে, আগামী ঈদে গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
আজকের বাজার/আরআইএস