রোববার (২৪ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে অনেকে শহর ছেড়ে গ্রামে গেছেন এবং যাচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষভাবে অনুরোধ, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। নিজে সুরক্ষিত থাকবেন এবং প্রিয়জনদের সুরক্ষিত রাখবেন। সকল ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। কমপক্ষে তিন ফিট দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে শরিক হবেন। সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, ঈদের কোলাকুলি থেকে বিরত থাকবেন।’
নাসিমা সুলতানা বলেন, ‘শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। ঈদের আনন্দ-উৎসবের কারণে তারা যেন ঝুঁকির সম্মুখীন না হয়। সকলে মাস্ক ব্যবহার করবেন। বাইরে থেকে ফিরে সাবান, পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিবেন। বাইরের খোলা খাবার খাবেন না।’
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৪৮০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৫৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৬১০ জনে দাঁড়িয়েছে।