ঈদে ঘরের সাজ

দেখতে দেখতে  ঈদ চলে আসবে। আর মাত্র ২/৩ দিন পরেই ঈদ। ঈদকে কেন্দ্র করে  ঘরকে ফুটিয়ে তোলা, ঘরের যত্ন নেয়া এটাও একটা   শিল্প।

ছিমছাম গোছানো একটি ঘরের স্বপ্ন থাকে সবার। প্রিয় গৃহকোণকে  কে না সাজাতে চায়!

ঘর সাজানো মানেই একগাদা কেনাকাটা করা, চোখ ধাঁধানো অনুষঙ্গ সব বাজার থেকে তুলে এনে ঘর ভরিয়ে ফেলা, দামী কার্পেট, ঝালরকাটা পর্দা এমন কিন্তু নয়। আপনার সাধ্যের ভেতরেই বদলে ফেলতে পারেন ঘরের সাজ।

কিছু নিয়ম মেনে চললে সহজেই ঘরকে ফুটিয়ে তোলা যায়:

বসার ঘর:

বসার ঘরের আসবাবের জায়গা ঈদকে কেন্দ্র করে বদল করুন। খুব বেশি আসবাব ঘরে থেকে থাকলে অপ্রয়োজনীয় কিছু আসবাব সরিয়ে ফেলুন ঘর থেকে।

বদ্ধ ঘরটাকে যখন আসবাবপত্র কমিয়ে একটু খোলা জায়গা ছেড়ে দেবেন, তাতেই কিন্ত তার রূপ বাড়বে।

বসার ঘরে সোফার কুশনকভার আগের থেকে ভিন্ন নকশায়, অন্য কোনো রঙে সাজান। আর তাতেই  সোফার পুরনো ভাবটা একদম চলে যাবে।

আয়না:

আয়না দিয়ে সাজিয়ে তুলুন ঘর। আলোর বিপরীতে আয়না রাখুন, ঘরের ভেতরটা ঝলমলে এবং বেশ খোলামেলা দেখাবে। করিডরেও একটি বড় আয়না কিংবা দুই/তিনটি ছোট আয়না ঝুলিয়ে দেয়া যায়। দেয়ালের গায়ে সাজ হিসেবেও আয়নারা মন্দ নয়।

ওয়াল স্টিকার:

একেক ঘরে একেক রকম ওয়াল স্টিকার ব্যবহার করতে পারেন। অবশ্যই স্টিকার কোন ঘরে ব্যবহার করছেন এবং সেই ঘরে দেয়ালের কী রঙ, তার উপর নির্ভর করবে।

দেয়ালচিত্র:

নিজেদের ছবির পাশাপাশি নানা রকম দেয়ালচিত্র ঝুলিয়ে দেয়া যায় ঘরের চারিদিকে। ঘরটা দেখতে হাসিখুশি লাগবে। দেয়ালে কোনো নির্দিষ্ট ধরণ বা প্যাটার্ন অনুসরণ করে কতোগুলি ছবি রাখতে পারেন, আবার এলোমেলো ভাবেও রাখতে পারেন।

নকশি পাখা, শীতল পাটি, ডালা, হাড়ি, মাটির পুতুল দিয়ে ঘর সাজাতে পারেন। এগুলোর কোনটাতেই খুব বেশি খরচ হবে না। কিন্তু আপনার ঘর সাজাতে কম যাবে না কোনটাই। নান্দনিক সাজে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ঘর।

টবের গাছও থাকতে পারে ঘরের বিভিন্ন কোণে কোণে। তাতে ঘরে একটা জীবনের ছোঁয়া পাওয়া যায়।

রান্নাঘর:

বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ  অংশ হলো রান্নাঘর।  তাই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।

যে জিনিসগুলো অনেকদিন ব্যবহার করা হচ্ছে না, সেগুলো ফেলে দিন।
বটি, ছুরি আগেই ধার দিয়ে আনুন এবং হাতের কাছে রাখুন।মসলার পাত্র, তাক সব পরিষ্কার করে রাখুন।

মসলার পাত্রের গায়ে নাম লিখে গুছিয়ে নিন, যেন প্রয়োজনেই হাতের নাগালে পেতে পারেন

ঈদের দিনের কাজের চাপ কমাতে কিছু বিশেষ রান্না আগেই করে ফ্রিজে রেখে দিন

ফ্রিজে যতটা সম্ভব জায়গা খালি করে পরিষ্কার করে রাখুন, তাতে ঈদের রান্না করা খাবার রাখতে সুবিধা হবে।

আজকের বাজার/এসএম