‘সুলতান’ মুক্তি নিয়ে সংশয়। এমনটা শোনা গেলেও পরে জানা যায় সুলতান বাংলাদেশে মুক্তি পাবে আমদানি চুক্তিতে। জিতস ফিল্মস ওয়ার্কস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবি সুলতান।
সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট রুল দিয়েছেন উৎসবে বিদেশি ছবি আমদানি করা যাবে না। তাই সুলতান ঈদে মুক্তি নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়।
সুলতান পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। জিৎ-মিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা, আমান রেজা প্রমুখ। গেল ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হয়েছিল।
এটি নিয়ে মিমের বক্তব্য, এই বিষয়টি নিয়ে আমি পরিষ্কার কিছু জানি না। প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে এই বিষয় নিয়ে আমার কোনো আলাপ হয়নি। যদি ঈদে মুক্তি মিস হয়, তাহলে পরে অবশ্যই আসবে। আমি সুলতানের প্রমোশনের জন্য প্রস্তুত আছি। আমাকে যখনই বলা হবে, আমি প্রমোশনে অংশ নিতে প্রস্তুত আছি।
আজকের বাজার/আরআইএস