দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে ৭ দিন পচনশীল পণ্যবাহী ছাড়া অন্যান্য সব ধরনের ট্রাক পারাপার বন্ধ থাকবে।
৭ বুধবার রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ঈদ প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মো. শওকত আলী ঈদ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন।
সভায় আরো জানানো হয়, আসন্ন ঈদুল ফিতরে ঘুরমুখো মানুষের বাড়ি ফেরা সহজ করতে দৌলতদিয়া প্রান্তের পুরাতন ৪টি ও নতুন ২টি ফেরিঘাট সচল রাখা হবে। যাত্রী ও পরিবহন পারাপারে ছোট বড় ১৮টি ফেরি ও ৩৩টি লঞ্চ চলাচল করবে এ রুটে। এ সময় জানানো হয়, অতিরিক্ত যাত্রী বহন ও ফিটনেস বিহীন লঞ্চ চলাচল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সড়ক পথের সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সভায় জানানো হয়।
যাত্রীদের হয়রানি বন্ধ, বেশি ভাড়া আদায়, ছিনতাইকারীদের দৌরাত্ব বন্ধে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদারকি করবে ঘাট এলাকায়। এছাড়া থাকবে ভ্রাম্যমাণ আদালত। যানযট নিরসনে ট্রাফিক পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে দৌলতদিয়া প্রান্তে। সভায় জানানো হয়, ঈদে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
আজকের বাজার : এলকে /এলকে ৭ জুন ২০১৭