আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পুঁজিবাজার ৯ দিন বন্ধ থাকবে । ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, আসন্ন ঈদ-উল ফিতরে সরকারি ছুটি থাকবে ৪ থেকে ৮ জুন পর্যন্ত।৩১ মে ও ১ জুন শুক্রবার ও শনিবার সরকারি বন্ধ থাকবে। আর শবে কদরের কারনে ২ জুন ছুটি থাকবে। এরমধ্যে শুধুমাত্র ৩ জুন কোনো বন্ধ নেই। তবে ডিএসইর পরিচালনা পর্ষদ ৩ জুন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই টানা ৩১ মে থেকে ৮ জুন পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।
উল্লেখ্য, ঈদের পর ৯ জুন থেকে আবার স্বাভাবিক নিয়মে চালু হবে পুঁজিবাজার। আর আগের মত সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরু হয়ে শেষ হবে বেলা আড়াইটায়।
আজকের বাজার/মিথিলা