পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম ছয়দিন বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চালু থাকবে।
সোমবার (২০ আগস্ট) থেকে ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক মামুন সোবহান।
ঈদুল আজহা উপলক্ষে এসব দেশের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট, স্থলবন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে পরবর্তী পাঁচদিন পর্যন্ত এ বন্দরের কার্যক্রম বন্ধ থাকার ঘোষণা করা হয়।
আগামী ২৬ আগস্ট রোববার থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
আজকের বাজার/এমএইচ