স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঈদে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হবে। সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে।
রোববার সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদকে সামনে রেখে বিভিন্ন শহরে ব্লকরেইড দেয়া হবে। ঢাকার প্রবেশ ও বাহির পথে থাকবে চেকপোস্ট।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাশকতার কোনো আশঙ্কা নেই। আমাদের গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে।
এসময় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ রেলের পাশাপাশি বিভিন্ন পথে রাস্তার উন্নয়ন কাজ আগেই শেষ হওয়ায় যানজট ও দুর্ভোগ কম হবে।
মন্ত্রী আরও বলেন, যানজট নিরসনে গার্মেন্টস কারাখানায় পর্যায়ক্রমে ছুটি থাকবে। শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে দিতে হবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়া হলে এবং লঞ্চ, রেল, বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। ঈদে পেশাদার ড্রাইভার ছাড়া গাড়ি চালাতে পারবে না।
আজকের বাজার/এমএইচ