পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আগামী ৯ আগস্ট থেকে টানা নয়দিন ছুটি থাকবে।
এই সময়ে বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান, ঈদ উপলক্ষে উভয় দেশের সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সরকারি ছুটিসহ মোট নয়দিন বন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে।
৮ আগস্ট আমদানি-রপ্তানি চলার পর ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত বন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৮ আগস্ট রবিবার থেকে যথারীতি বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।