ঈদে ঢাকা-রাজশাহী রুটে যাত্রী ভোগান্তি কমাতে একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। ঈদের ৩ দিন আগে থেকে ‘ঈদ স্পেশাল’ নামের এ ট্রেনটি চলবে।
এছাড়া এই রুটে পদ্মা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস আগের নিয়ম অনুযায়ী চলাচল করবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, ঈদের তিনদিন আগে হতে ‘ঈদ স্পেশাল’ ১৬ বগি নিয়ে রাজশাহী-ঢাকা রুটে চলবে। ট্রেনটি সাত দিন চলাচল করবে।
এই ট্রেন দুপুর দেড়টায় রাজশাহী হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। আবার ঢাকা হতে রাজশাহীর উদ্দেশ্যে ৯টা ২৫ মিনিটে ছাড়বে। রাজশাহীতে পৌঁছাবে রাত সাড়ে তিনটার দিকে।
পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন জানান, ঈদের ১০ দিন আগে এই ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ঈদের ১০ দিন আগে ফেরত টিকিটও পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।
এই রুটের আগের সব ট্রেন নিয়মিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে। ঈদের পাঁচ দিন আগে থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। তবে ঈদের দিন আন্তঃনগর কোন ট্রেন চলাচল করবে না।
আজকের বাজার/একেএ