পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ২৪ ঘণ্টাই সিএনজি স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ঈদুল আজহার আগে সাত দিন, ঈদের দিন এবং পরের তিন দিনসহ মোট ১১ দিন দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
এছাড়া ঈদের সময় নগরবাসী যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে গ্রামে যেতে পারে সেজন্য মহাসড়কগুলোয় ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন মোট ছয় দিন জরুরি তেলবাহী লরি ছাড়া কাভার্ডভ্যান, ট্রাক, লরি চলবে না বলেও জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া যানবাহনে যাত্রীর চাপ সামাল দিতে গার্মেন্টগুলোকে ঈদের আগে ধাপে ধাপে ছুটি দেয়ার জন্য বিজিএমইএকে অনুরোধ করা হয়েছে। এছাড়া ঈদের সময় বিভিন্ন রুটে বিআরটিসির পর্যাপ্ত বাসও চলাচল করবে।
আজকের বাজার/এমএইচ