ঈদুল ফিতর উপলক্ষে সব মিলিয়ে ঈদের আগে ও পরে ১২ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠকের পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয়কে ঈদের আগে সাত দিন এবং পরে পাঁচদিন সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে বলা হয়েছে।
সচিব নজরুল ইসলাম বলেন, ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ রাখা হবে। মহাসড়কের অবস্থা ভালো আছে। ঈদে কোনো সমস্য হবে না।
পুলিশ মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, পরিবহন শ্রমিক-মালিক সমিতির নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ