ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি কমাতে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের আগের চারদিন ও পরের চারদিন সিএনজি স্টেশনগুলো খোলা থাকবে।
সোমবার (২০ আগস্ট) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর মোহম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে সিএনজি স্টেশনগুলো ঈদের আগের চারদিন এবং ঈদের দিনের পরের চারদিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার নিয়ম রয়েছে। গ্যাস সংকটের কারণে গ্যাসের এই রেশনিং চলছে গত কয়েক বছর ধরেই।
আজকের বাজার/এমএইচ