আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ডিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ হিসেবে ঈদে মোট ৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।
আগামী ২৮ জুন তারিখে আবারও নিয়মিতভাবে ডিএসইতে কর্মদিবস শুরু হবে।
এ ব্যাপারে অবশ্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চ (সিএসই) তাদের বন্ধের কথা জানায়নি। তবে ডিএসইর সঙ্গে সঙ্গতি রেখে সিএসইতেও কার্যক্রম একই সময় বন্ধ থাকবে বলে জানা গেছে।
আজকের বাজার:এলকে/এলকে/ ২১ জুন ২০১৭