ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বিশেষ ইবাদতে একমাস সিয়াম সাধার পর, হিজরি ক্যালেন্ডার ও চাঁদ দেখার উপর ভিত্তি করে পবিত্র রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন, পৃথিবী ব্যাপী মুসলিম জাহানের সর্ব বৃহত্ততম উৎসব পালন হয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর ।
প্রতি বছরের মতো এবারও ধনী,গরীব ভেদাভেদ ভুলে ” ভালোবাসা এক কাতারে নিয়ে আসার আহবানে, দেশের ৬৪ জেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৮টি বিভাগের প্রতিনিধিত্বের সমন্বয়ে “বাংলাদেশ ঈদ আনন্দ শোভাযাত্রা পরিষদ” আয়োজনে ঈদ আনন্দ শোভাযাত্রা, ছাত্র শিক্ষক কেন্দ্র,টি.এস.সি প্রাঙ্গনে বর্ণাঢ্য ঈদ আনন্দ শোভাযাত্রাও দুটি পর্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, উৎসব কে সামনে রেখে দেশের বিভিন্ন জেলার নানান বয়সের মানুষ নিজ নিজ জেলার পোস্টার, ব্যানার-ফেস্টুন বহন করা হয়,রঙবেরঙের বেলুন, হাতে নিয়ে শিশু-কিশোর-কিশোরীরা যেমন খুশি তেমন সাজে, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে,পরিষদের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম টুববুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিযোগাযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মােঃ আখতারুজ্জামান,শুভ উদ্বোধন করেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মােঃ হুমায়ুন কবীর।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক, ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, আবু তাদের মোহাম্মদ জাবের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাদের চৌধুরী, তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী মেহরীন, বিশিষ্ট, কন্ঠশিল্পী, এম. এ. লায়েস, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, ফুটবল তারকা, কায়সার হামিদ,শুভেচ্ছা বক্তব্য রাখেন ঈদ উৎসব আহ্বায়ক মোহাম্মদ মুসা, অনুষ্ঠান সমন্বয়কারী মোহাম্মদ মোক্তার হোসেন, শোভাযাত্রায় পরিবেশন করা হয়, সুবিধাবঞ্চিতদের নিয়ে নাচ, গান ও সুরের মূর্ছনায় আনন্দ উল্লাসে সকল অতিথিদের জন্য ঐতিহ্যবাহী খাবার সমাহার ছাড়া ছিল বারিত ঈদ আনন্দ, যতটা রোজা ততোটা উপহার,শিশুদের মাঝে ছিল ঈদ সেলামী, নেওয়া দেয়ার মধ্যে দিয়ে ঈদ আনন্দ শোভাযাত্রা উদযাপিত হতে দেখা যায়। উপস্থাপনায় ছিলেন, থিয়েটার আর্ট ইউনিটের নাট্য কর্মী ফারহানা আক্তার। দেশের বিভিন্ন বিভাগের প্রতিনিধিত্ব এতে যোগ দিতে দেখা যায়, তাদের মধ্যে ঢাকা থেকে আরিফ আহমেদ, সিলেট, দিদার হোসেন পাটোয়ারী চট্টগ্রাম, তানজিম এলাহি, রাজশাহী, সুলতানা আক্তার রুমা, খুলনা,মোহাম্মাদ তাহাজ্জত হোসেন, ময়মনসিংহ, নাজনীন নুর, রংপুর,আমির হাসান মাসুদ, বরিশাল, দুলিন আজাদ, দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী কর্মসূচিতে ছিলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র, পরিচালক, মোঃশহীদুল উজ্জামান বাদল, এফ.বি.সি.সি.আই.(জিপি সদস্য) ,হাজী মোঃ ইব্রাহিম,চাম্পাতলী বনিক সমিতির, সাবেক সাধারণ সম্পাদক, মোঃ রাশেদুলজ্জামান, শিক্ষানবিস আইনজীবী, মোঃ সজল উল্লাহ,পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি, আমির হাসান মাসুদ, সু বন্ধন সামাজিক,সংগঠনের সভাপতি, হাবিবুর রহমান হাবিব, পুরান ঢাকার নাগরিক উদ্যোগের সভাপতি, নাজিমু উদ্দিন নাজিম, ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি, শহীদ মাহমুদ শহিদুল্লাহ,সহ বিভিন্ন নাগরিক নেতৃবৃন্দরা উপস্থিত ও আপ্যায়নের মধ্যে দিয়ে ঈদ আনন্দ শোভাযাত্রা সমাপ্তি হয়।