ঈদ উপলক্ষে আসছে বাবুর ‘ইন্দুবালা ৩’

অভিনেতা ফজলুর রহমান বাবু গান গেয়েও পেয়েছেন দর্শক-শ্রোতাদের ভালোবাসা। এবার শ্রোতা দর্শকদের জন্য ‘ইন্দুবালা ৩’ অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীত শিল্পী ফজলুর রহমান বাবু।

দেলোয়ার আরজুদা শরফের কথায় তিনটি গান দিয়ে সাজানো হয়েছে এ অ্যালবামটি। তিনটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন অমিত। ‘ইন্দুবালা ’ ও ‘ইন্দুবালা ২’ অ্যালবামের ব্যাপক সাফল্যের পর নতুন এই অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন বাবু।

অ্যালবামটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘ইন্দুবালা ৩’ অ্যালবামের গানের কথা,সুর ও সংগীত সব মিলিয়ে অসাধারন। আমি আশাকরি ‘ইন্দুবালা ’ ও ‘ইন্দুবালা ২’ এর মত ‘ইন্দুবালা ৩’ অ্যালবামের সবকটি গান শ্রোতাদের ভালো লাগবে ।

অ্যালবামটি প্রসঙ্গে অমিত বলেন, ‘ইন্দুবালা ’ সিরিজের অ্যালবাম ‘ইন্দুবালা ৩’। খুব যত্ন নিয়ে গানের সুর ও সংগীতায়োজন করেছি। চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটা শ্রোতারা ভালো বলতে পারবেন।

আজকের বাজার/ আর আই এস